ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে টিনের ড্রামে ভরা অবস্থায় একজন অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০ টার দিকে নগরীর সিটি হাট টিকর এলাকায় মহাসড়কের ঝারে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে জমিতে পানি দেয়ার সময় একজন কৃষক টিকর এলাকায় সিটি হার্ট মহাসড়কের পাশে ডোবায় একটি ড্রাম পড়ে থাকতে দেখে। পরে ঐ এলাকার মেম্বার এসে ড্রামের মুখটি খুললে লাশটি দেখতে পান এলাকাবাসী। লাশটি দেখে স্থানীয় জনসাধারণ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মহাসড়কের ঝারে একটি লাশ পড়ে আছে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ড্রামে ভরা লাশটি উদ্ধার করা হয়। এরপর আমাদের পিবিআই ও সিআইডি টিম এসে লাশের সুরতহাল কার্যক্রম পরিচালনা করে। লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা যায় লাশটি একটি আদিবাসী তরুনীর।