ধূমকেতু প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন সিটি মেয়র।
শোক বার্তায় রাসিক মেয়র বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে এক উজ্জ্বল নক্ষত্র ও গুনী অভিনেত্রী সারাহ বেগম কবরী। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তিনি যে অবদান রেখেছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।