ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে স্বাস্থ্য বিধি না মানায় দন্ডবিধির ১৮৮ ধারায় ৩ জনকে ২শ’ টাকা করে মোট ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে। তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে জরিমানা করেন।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তানোর গোল্লাপাড়া বাজার ও কালীগঞ্জ বাজার এলাকায় জনসচেতনতার মূলক প্রচার-প্রচারনাসহ জনসাধারণকে সতর্ক করার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে না চলায় ৩ জনকে ২শ’ টাকা করে মোট ৬শ’ টাকা জরিমানা করেন। এসময় সংগীয় ফোর্সসহ সাথে ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
এর আগে, শনিবার তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে তানোর উপজেলা কোচুয়া ও নোনা পুকুর গ্রামের করোনায় আক্রান্ত দুই নারীর বাস ভবনে গিয়ে চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী পৌছে দেন।