ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাস এর কারণে দিন আনা খেটে খাওয়া মানুষগুলো আজ চরম অসহায় জীবন যাপন করছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সমসময় দূযোগকালীন বিপদগ্রস্থ দরিদ্র জনসাধারণকে সাধ্যমতো সহযোগিতা করে আসছে।
এর ধারাবাহিকতায় লফস মানবিবক কর্মসূচীর আওতায় ত্রাণ বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে যা প্রথম পর্যায়ে রোববার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় ২৮জন শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরবর্তী এইসব শ্রমজীবি মানুষকে তাদের কর্ম পরিধি বাড়ানোর লক্ষ্যে ভ্যান গাড়ী প্রদান করা হবে।

ত্রাণ বিতরণকালে সংস্থার সভাপতি শামীম আকতারসহ সংস্থার আইন সম্পাদক এ্যাড. শাহীনুল হক, রুডো এর পরিচালক সোহাগ আলী, লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, সুপারভাইজার টুম্পা পাল উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ কালে সংস্থার সভাপতি শামীম আকতার বলেন, লফস চেষ্টা চালিয়ে যাচ্ছে মানবিক কর্মসূচীর আওতায় সংস্থার সাধ্যমতো ত্রাণ যেন পরর্বতীতে বিপদকালীন সময় পর্যন্ত অব্যহত রাখতে পারি সেই চেষ্ঠা সংস্থার পক্ষ থেকে অব্যহত রয়েছে। তিনি দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষগুলোর পাশে সমাজের বৃত্তবানদের সহযোগিতার আহবান জানান। ত্রাণ বিতরণ জনসমাগম এড়িয়ে দূরত্ব বজায় রেখে প্রদান করা হয়।