IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গুরুদাসপুর শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলআল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করতে হবে: নুরুজ্জামান লিটনমোহনপুর রায়ঘাটি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলরায়গঞ্জের ব্রক্ষগাছা ৭ নং ওয়ার্ড কালিয়াবিল ইউনিট শাখার উদ্দোগে জামায়াতের ইফতার মাহফিলগৃহবধু ধর্ষণ মামলায় ধর্ষক তুষার গ্রেপ্তারইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশমান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিলফিলিস্তীনে বর্বর হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত‘সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন’আ.লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে: রিজভীসন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আভাসফিলিস্তিনিদের উপর নির্বিচারে বোমা হামলায় প্রতিবাদে গোমস্তাপুরে মুসুল্লিদের বিক্ষোভ মিছিলরাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মহাদেবপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিতকুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫
Home >> রাজশাহী >> জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : ১৪৪ ধারা জারিকৃত সম্পত্তি আদালত অবমাননা করে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে নগরীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর খড়িখড়ি বাইপাস এলাকার একটি বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নগরীর মতিহার থানাধীন মৃত এন্তাজ আলীর মেয়ে সুফিয়া বেগম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে জানান, রাজশাহী জেলার পবা উপজেলার, ললিতাহার মৌজার জেএল নং-১৫৬ তে আর.এস খতিয়ান নং-২৭, আর.এস দাগ নং- ৯৩৫, ৭৭৩, ৭৭৫, তাদের বাড়ি ও ভিটা আছে। তিন দাগে মোট ২৬ শত জমি রয়েছে সেখানে। এর কিছু অংশ সড়ক বিভাগ অধিগ্রহণ করে রাস্তা করেছে। সেখানে মোট ৩৪ শতাংশ জমি ছিল। রাস্তা তৈরির জন্য সড়ক বিভাগ ৮ শতক জমি অধিগ্রহণ করে। বাকি ২৬ শতাংশ এর উপরে বাড়ি ও দোকান রয়েছে।

এরমধ্যে ১৭ শতাংশ এর মধ্যে বাড়ি ও ৯ শতাংশ এর উপরে বাড়ি আছে। তাদের প্রতিপক্ষ মতিহার থানার খড়খড়ি ললিতাহারের মৃত কুড়ানের ছেলে দুঃখ, সমজান আলী, মৃত মেছের উদ্দিনের ছেলে নুর ইসলাম ও মৃত হামুর ছেলে সেহের আলী দখল করার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে। এছাড়াও কয়েকজন বহিরাগত কিছু জমি দখল করে আছে। এ নিয়ে তার বড় ভাই জামাল উদ্দীন গত ২০১০ সালে জেলা রাজশাহীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে জমির পাশের ফাঁকা জমি লীজ নেয়ার জন্য আদালতে মামলা করে। মামলা নং-৩০৯/২০১০ ইং। তারপর আবার বহিরাগতরা দখল করতে আসলে তার আরেক বড় ভাই ইয়াছিন মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করে। জিডি নং-৩৫৬। জিডির পরেও বহিরাগতরা জমিটি দখলের চেষ্টা করে। পরে আইনজীবীর মাধ্যমে প্রতিপক্ষকে লিগ্যাল নোটিশ দেয়া হয়।

কিছুদিন বন্ধ থাকার পরে ২০১৬ সালে আবার বহিরাগতরা ক্ষমতা দেখিয়ে হঠকারিতা করে লোকজন ভাড়া করে নিয়ে এসে বুলড্রোজার দিয়ে বাড়ি ভাঙ্গার চেষ্টা করে। বাধা দিলে বিভিন্ন হুমকি-ধামকি দেয় তারা। পরে সেটি জেলা রাজশাহীর চারঘাট জজ আদালতে থেকে (মামলা নং-২৬২, ২০১৫) এর মাধ্যমে আদালত সম্পত্তিটি অন্য কারো ব্যবহার না করার জন্য নিষেধাজ্ঞা দেয়। এরপর থেকে কিছুদিন বহিরাগতদের উৎপাত বন্ধ ছিল। হঠাৎ করেই গত ২০২০ সালে আবারো তারা কোনো ধরণের কাগজপত্র ছাড়াই লোকজন নিয়ে এসে বাড়ি ও দোকান ভাঙ্গার চেষ্টা করে। বাধা দিলে আবারো হুমকি দেয় তারা। পরে আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী মামলা নং-৩৩৬-পি/২০ (পবা) ধারা-১৪৪ কাঃ বিঃ সূত্রে ১৪৪ ধারা জারি করে।

১৪৪ ধারায় জমি নিয়ে উভয় পক্ষকে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে নিষেধ করা হয়। উভয় পক্ষকেই নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দিয়ে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার আদেশ দেয়া হয়। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও কথা বলা হয়। তখন পুলিশ তাদের জমি থেকে চলে যেতে বললে তারা চলে যায়। চলতি মাসের ১৭ তারিখ শনিবার প্রতিপক্ষরা আবার সেই জমিতে এসে দখল করার চেষ্টা করে। পরে থানা ও ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা চলে যায়।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, বহিরাগতরা জোর করে তাদের দখলিয় দোকান থেকে চাঁদা ও খাজনা আদায় করছে। এ অবস্থায় তারা অসহায় হয়ে পড়েছেন। ১৪৪ ধারা জারিকৃত জমিতে এসে তারা আদালত অবমাননা করছে। এ জন্য বিষয়টি নিয়ে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। যাতে তারা প্রতিপক্ষদের হাত জমি রক্ষা করতে পারেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংবাদ সম্মেলনকারী সুফিয়ার মা ফাতেমা বেগম, ভাই শামসুল হক, ভাই বদর, ভাবি শুকতারা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

এ বিষয়ে সরেজমিনে প্রতিপক্ষের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31