ধূমকেতু প্রতিবেদক : এমপি বাদশাকে নিয়ে ফেসবুকে গুজবের ঘটনায় রোয়ালিয়া থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। রোববার দুপুরে ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু এ জিডি করেন।
এদিকে, করোনাভাইরাসের সঙ্গে লড়াই করা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শারীরিকভাবে ভাল আছেন। তিনি নিজেই বলেছেন, তিনি সুস্থ্য আছেন এমনকি তার অক্সিজেন নেয়ারও প্রয়োজন হয়নি। আজ রোববার দুপুর ২টায় ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। গতকাল রোববার সকাল থেকে রাজশাহীতে গুজব ছড়িয়ে পড়ে যে তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। কেউ কেউ বিষয়টি আরও খারাপভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিতে থাকেন।
বিষয়টি নিয়ে জানতে দুপুরে ফজলে হোসেন বাদশার সঙ্গে থাকা তাঁর ব্যক্তিগত সহকারী মইনুদ্দিন আহমেদ রাসেলকে ফোন করা হয়। তখন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা নিজেই রাসেলের কাছ থেকে ফোনটি নেন। তিনি বলেন, ‘আমি ভাল আছি। রাজশাহীর মানুষের দোয়া আছে। আমার অক্সিজেন নেয়ারও প্রয়োজন নেই। আমি রাজশাহীবাসীর জন্য নিবেদিতপ্রাণ, ফিরে এসে এভাবেই থাকতে চাই।’

শরীরে জ্বর আসায় গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন ফজলে হোসেন বাদশা। সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট পেয়ে রাতেই তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় তাঁকে ঢাকায় নেয়া হয়।
ঢাকায় যাওয়ার আগে ফজলে হোসেন বাদশা এই সাংবাদিককে বলেছিলেন, ‘করোনার সঙ্গে আমি প্রথম থেকেই লড়াই করছি। প্রথমদিকে ভয়ে যখন অনেকেই বের হননি, তখন সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে কাজ করেছি। সাধারণ মানুষের ভীতি দূর করতে প্রথম দিন সবার আগে টিকা নিয়েছি। দ্বিতীয় ডোজও নিয়েছি। করোনা থেকে রাজশাহীর মানুষকে রক্ষার জন্য যা করা দরকার, তাই করে যাব।’
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটির মহানগর কমিটি। ওয়ার্কার্স পার্টির মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে বলা হয়, ‘একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও গুজব ছড়ানোয় লিপ্ত।’
এতে আরও বলা হয়, ‘আমরা ওয়ার্কার্স পার্টি মহানগর কমিটির পক্ষে রাজশাহীসহ দেশবাসীকে অবগত করতে চাই, গণমানুষের নেতা জননেতা ফজলে হোসেন বাদশা বর্তমানে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ্য ও স্বাভাবিক আছেন। আমরা আশা করি- তিনি অতি দ্রুত করোনাকে জয় করে রাজশাহীতে ফিরে এসে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।’
তাই এই বিজ্ঞপ্তিতে ফজলে হোসেন বাদশার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোন ধরনের গুজবে কান না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
অপরদিকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানোয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে জিডিতে বলা হয়েছে, ‘একটি স্বার্থান্বেষী মহল সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোয় লিপ্ত।
অপপ্রচারকারীরা সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহার করে গুজব ছড়াচ্ছে। আমরা ইতোমধ্যে এর কুফল দেখতে পেয়েছি।’ জিডিতে সারোয়ার জাহান বিপ্লব নামের একটি ফেসবুক আইডি তুলে ধরা হয়েছে যেখানে এমপি বাদশার শারীরিক অবস্থা নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, এ ব্যাপারে জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাঁরা গুজব ছড়িয়েছেন তাঁদের আইনের আওতায় আনা হবে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।