ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মায়ের সামনে অষ্টম শ্রেনীর পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মনিগ্রাম দক্ষিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় ভাবে বিচার না পেয়ে ঐ ছাত্রীর মা পরের দিন সোমবার বাদী হয়ে বাঘা থানায় একটি মামলাটি দায়ের করেন।
অভিযোগে জানা যায়, অষ্টম শ্রেণিতে পড়ৃয়া ঐ স্কুল ছাত্রী রোববার মায়ের সাথে চাচার বাড়ি থেকে ইফতার শেষে নিজ বাড়ি ফিরছিলেন। তারা প্রকিবেশী দেলোয়ার মাস্টারের বাড়ির সামনে পৌছলে মনিগ্রাম দক্ষিনপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রাজিব (২৩), হায়দার আলীর ছেলে সাজদুল ইসলাম (২০), কামাল হোসেনের ছেলে নুর ইসলাম (২২) তাদের পথরোধ করে ঐ ছাত্রীকে টেনে হেঁচড়ে মায়ের সামনে জোর পূর্বব অপহরনের চেষ্টা করে। এ সময় মা-মেয়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে বাদী স্কুল ছাত্রীর মা জানান, আমার সামনে আমার মেয়েকে জোর পূর্বব অপহরনের চেষ্টা করে। আমি বিয়টি স্থানীয় প্রধান-মাতব্বরদের জানিয়েছি। থানায় মামলা করার পর থেকে আসামীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। ফলে আমি ও আমার পরিবার চরম সংশয় ও নিরাপত্বাহীনতার মধ্যে পড়েছি।
বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, জোরপূর্বক স্কুল ছাত্রী অপহরণ চেষ্টার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।