ধূমকেতু প্রতিবেদক : নিজের বাড়ি ও মুদির দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ পণ্য মজুদ করায় রাজশাহীর পরিবেশক মোস্তাক আহমেদ কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ তাকে এ জরিমানা করেন।
এসময় তিনি জানান, টিসিবির পরিবেশক মোস্তাক আহমেদ কাজলের প্রতিষ্ঠানের নাম মেসার্স কাজল ব্রাদার্স। নগরীর ঘোড়ামারা রেশমপট্টিতে তার বাড়ি। কাজলের বাড়ির সঙ্গেই তার একটি দোকান আছে। দোকানটি তার স্ত্রী চালান। গত ২৯ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কাজলের বাড়ি ও দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে টিসিবির ১ হাজার ৫২০ লিটার সয়াবিন তেল, ৩৫০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ২০০ কেজি ছোলা জব্দ করা হয়। সেদিন শুনানির জন্য ভোক্তা অধিকারের পক্ষ থেকে কাজলকে একটি নোটিশ দেওয়া হয়েছিল। সোমবার দুপুরে ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ে সেই শুনানি অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, নির্ধারিত দিনে মোস্তাক আহমেদ কাজল তাদের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করেন। তবে তিনি যুক্তিসঙ্গত, আইনগত ও সুস্পষ্ট কোনো কারণ দেখাতে পারেননি।
তার বিরুদ্ধে পণ্য মজুদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার বাড়ি থেকে জব্দ করা সব পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে।