ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে জনৈক ৭ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি ও সম্ভ্রমহানির চেষ্টা করায় খাইরুল ইসলাম (২৬) নামে এক যুবককে ভ্রাম্যমান আদালতে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত আসামী উপজেলার ধুরইল ইউনিয়নের মহব্বতপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।
জানা যায়, উপজেলার ধুরইল ইউনিয়নের জনৈক এক স্কুল ছাত্রীকে খাইরুল ইসলাম (২ মে) রোববার সন্ধ্যার পরে একা পেয়ে যৌন হয়রানি ও সম্ভ্রমহানির চেষ্টা করে। এসময় কিশোরী চিৎকার শুরু করলে এলাকাবাসী ও লোকজন দৌড়ে ঘটনা স্থলে ছুটে এসে খাইরুলকে হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয়রা তাৎক্ষণিক থানা পুলিশকে ফোন করে বিষয়টি অবগত করলে মোহনপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইভটিজারকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ইভটিজার খাইরুল ইসলামকে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সানওয়ার হোসেন।
আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম।