ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সোনাদীঘি মোড়ে অবস্থিত উত্তরবঙ্গের অভিজাত বহুতল মাল্টিকমপ্লেক্স মার্কেট সিটি সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করলেন এনাগ্রুপের চেয়ারম্যান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
শুক্রবার বেলা ১১ টায় ঐতিহ্যবাহী সোনাদিঘী মোড় সহ সিটি সেন্টারের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।
দেশের সুপ্রতিষ্ঠিত এনা গ্রুপ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ মালিকানায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক এই সিটি সেন্টার। সেই সাথে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে সোনাদীঘি মোড়ের।
এসময় উপস্থিত ছিলেন, এনা গ্রুপ রাজশাহী শাখার রিজিওনাল ম্যানেজার সারোয়ার জাহান, সিটি সেন্টারের প্রজেক্ট ম্যানেজার আফসারি, প্রজেক্টের চীফ ইঞ্জিনিয়ার সুলতানুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু, প্রধান প্রকৌলশী শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং উপদেষ্টা আশরাফুল হক, তত্ত্বাবধায় প্রকৌশলী নুল ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী শাহরিয়ার পরাগ, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সেন্ট্রাল এসি সম্বলীত বহুতল মাল্টিকমপ্লেক্স মার্কেটটির উপরে নির্মাণ করা হবে ফোরস্টার প্লাস মানের অত্যাধুনিক হোটেল। পাশেই তৈরি করা হচ্ছে নয়নাভিরাম আলোক সজ্জিত চমৎকার লেক। এছাড়াও থাকবে অত্যাধুনিক জিম রুম, থাকবে বলিং কোর্ট, তৈরি করা হবে অত্যাধুনিক সিনেপ্লেক্সসহ অন্যান্য সব অত্যাধুনিক সেবা।
সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ হলে ব্যবসায়ীদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রসারিত হবে ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম।