ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়্যু ও সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা বিএনপি’র সদস্য, সাবেক এমপি ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি জাহান পান্নার আয়োজনে নগরীর পদ্মাপাড়ে একটি চাইনিজ রেষ্টুরেন্টে শুক্রবার এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মতিয়র রহমান মন্টু, জেলা কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য সৈয়দ মহসীন আলী, গোলাম মোস্তফা মামুন, জিয়াউর রহমান জিয়া, তোফায়েল হোসেন রাজু ও মোজ্জাফর হোসেন, জেলা কৃষকদলের আহ্বায়ক আল আমীন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক আলম মাস্টার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন।
আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য মাহ্ফুজা রহমান ঝর্ণা, মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক গুলশান আরা মমতা, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সৈয়দা হোসেন রুমানা হক ও নারী নেত্রী রুমেলা ও বর্ণা।