ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ভূয়া রশিদে মাদ্রাসা ও এতিমখানার চাঁদা আদায়ের অপরাধে ১১ প্রতারককে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন ঘোষের মাহাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের কাছে থেকে ভূয়া রশিদ ও ভূয়া রশিদের মাধ্যমে উত্তোলনকৃত নগদ ৩৫,২৫০ (পঁয়ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কতিপয় ব্যক্তি ধর্মপ্রাণ মুসলমানের অনুভুতি ও ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) বালিকা ক্বারিয়ানা হাফিজিয়া আবাসিক মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিম খানা এবং অন্যান্য মাদ্রাসার এতিম খানার নামে ভূয়া রশিদ তৈরি করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদ্রাসা ও এতিমখানার নামে ভূয়া রশিদ তৈরি করে চাঁদা আদায়ের কথা স্বীকার করে। আটককৃতরা জানায়, তাদের অধিকাংশের বাড়ী বৃহত্তর রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। দীর্ঘদিন যাবৎ তারা একত্রিত হয়ে রাজশাহী মহানগর এলাকায় ভাড়া বাসায় থেকে রমজান ও ঈদকে উদ্দেশ্যে করে ধর্মপ্রাণ মুসলমানদের নিকট হতে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার নামে ভূয়া রশিদের মাধ্যমে টাকা উত্তোলন করে আসছিলো। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।