ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : পবিত্র ঈদুর ফিতর উপলক্ষে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের ২১১৫ পরিবারের মাঝে বরাদ্দকৃত ভিজিএফের ৯ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান প্রত্যেক পরিবারের জন্য বরাদ্দকৃত ৪৫০ টাকা করে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিকুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় সুধিজন।
গোদাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, হতদরিদ্র ও অসহায়দের জন্য বরাদ্দকৃত অর্থ সরকারি নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। আগামীতেও সকল সরকারি সহায়তা স্বচ্ছতার মাধ্যমে বিতরণ করা হবে বলে জানান।