রাজশাহীতে মানব সেবা অভিযানের হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মানব সেবা উন্নয়ন সংস্থার আয়োজনে রোববার বেলা ১১টার দিকে শারীরিক প্রতিবন্ধি ও অসাহয়দের নগদ অর্থ প্রদান করা হয়। নগরীর মহিষবাথানস্থ সংস্থার প্রধান কার্যালয় হতে ৪ জন শারীরিক প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার এবং ৭ জন অসহায় ব্যক্তিকে মোট চল্লিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু ও প্রধান নির্বাহী খাইরুল আলমসহ সংস্থার কর্মীবৃন্দ।

সভাপতি বলেন, এই সংস্থা অনেক কাঠখর পুড়িয়ে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। এই সংস্থা সাধারণ মানুষের কথা উপলদ্ধি করতে পারে। সেই জায়গা থেকে প্রতি বছর সংস্থার সদস্য ও অন্যান্য অসহায়, দরিদ্রদের ব্যক্তিদের এককালিন সহায়তা প্রদান করে আসছে। এছাড়ার প্রতিবন্ধি, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রোববার এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানান সভাপতি সারওয়ার জাহান বাবু।

Scroll to Top