ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে “আলোকিত খুশী” প্রজেক্টের অন্যতম প্রধান ইভেন্ট “ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ” অনুষ্ঠানের কার্যক্রম সুসংগঠিত হলো আজ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, স্বচ্ছলতা এসোসিয়েশন এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহমেনা আফরোজা, অদ্বিতী দাস ও সানজিদা আনোয়ার। এ ছাড়াও ভার্চুয়াল প্রক্রিয়ায় সংযুক্ত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর প্রেসিডিয়াম সদস্য অর্পিতা দাস ও তুহিনা পারভিন ইলা।
সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সালমান ফার্সী, আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া সার্বিক তত্বাবধায়নে ছিলেন, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, ইভেন্ট চেয়ার প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল খাবিরসহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।
রাজশাহীর সুতাহাটি এলাকায় ছিন্নমূল হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এবং গরীব অসহায় পরিবারের মাঝে এসময় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং শিশুদের মাঝে ইদ উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
ছিন্নমূল অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষে মাসব্যাপী এই আয়োজনের ইভেন্টের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে স্বচ্ছলতা এসোসিয়েশন। যা সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে সুদক্ষভাবে পরিচালিত হয়।
সম্মানিত অতিথির বক্তব্যে উপদেষ্টা অদ্বিতী দাস বলেন, “স্বচ্ছলতা পরিবার সবসময় আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত, এসময় তিনি কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
স্বচ্ছলতার উদ্যোগ পরিক্রমার আদলে বক্তব্য রাখেন শ্রদ্ধেয় উপদেষ্টা মোহমেনা আফরোজা এবং এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন অতিথি সানজিদা আনোয়ার।
এসময় উপদেষ্টা দের কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, “এই মানুষ গুলোর হাতেই স্বচ্ছলতার যাত্রা, যারা স্বচ্ছলতার অভিভাবক” পরিশেষে সকলের নিকট দোয়া প্রত্যাশায় ও “আলোকিত খুশী” ইভেন্টের সার্বিক সাফল্য কামনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক।