ধূমকেতু প্রতিবেদক : “মুজিববর্ষের স্লোগান-দরিদ্র জনগোষ্ঠির হবে কর্মসংস্থান” উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় ঘোড়ামারাস্থ বরেন্দ্র কলেজ প্রাঙ্গনে মুজিববর্ষ উপলক্ষ্যে হত দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান প্রকল্প কর্মসূচীর ২য় পর্যায়ে ১১ জন হত দরিদ্র শ্রমজীবী সদস্যকে ভ্যানগাড়ী প্রদান করা হয়।
সোমবার (১০ মে) অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, দৈনিক সোনার দেশ এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বরেন্দ্র কলেজের অধ্যক্ষ নিতাই লাল বাছাড়, ১২ নং ওয়ার্ড সচিব জিয়াউল আবেদিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এ্যাড. শাহিনুল হক, ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, লফস এর সভাপতি শামিম আক্তার।
অতিথিবৃন্দ বলেন, বর্তমান করোনা মহামারিতে সবচেয়ে খাপার পরিস্থিতির শিকার হত দরিদ্র শ্রমজীবী জনগোষ্ঠি। বর্তমান সরকার মহামারির সময় দরিদ্র শ্রেণীর জনগোষ্ঠির উন্নয়েন লক্ষ্যে সাধ্যমতো চেষ্ঠা করছে। ভ্যানগাড়ী প্রদান মূূলত হত দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে। এই ধরনের কর্মসূচী দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে বিশেষ ভূমিকার রাখবে। অতিথিবৃন্দ সরকারের পাশাপাশি দরিদ্র অসহায় জনসাধারনের পাশে সমাজের বৃত্তবানদেন এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রাগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, সুপারভাইজার চুম্পা পালসহ উপকারভোগী সসদস্যবৃন্দ।
জনসমাগম এড়িয়ে দূরত্ব বজায় রেখে কর্মসূচী পালন করা হয় এবং করোনা সচেতনতা হ্যান্ডবিল বিতরণ করা হয়।