ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) এর উদ্যোগে গরিব, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ রমজান) নগরীর তালাইমারী অক্ট্রোয় মোড়ে ৩শ’ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এর আগে সংগঠনটির উদ্যোগে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দীনের পরিচালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, ক্রিড়া সম্পাদক মোহম্মদ মোস্তফা শিমুল, দপ্তর সম্পাদক, ইফতেখার আলম বিশাল, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম রাহিদ, তৌফিক ইমাম পান্না, শামসুল ইসলাম, ফায়সাল হোসেন, মোজাম্মেল হক রনি, রোমেল, নাজমুল হক পলাশ, মিজানুর রহমান টনিসহ আরআরইউ এর বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় ব্যাক্তিবর্গ।