ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা রাজশাহী কলেজ স্টাফ, অসহায় ও দুস্থ মানুষের মাঝে থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার (১১ মে) রাজশাহী কলেজে বিকাল ৫ টায় এ ঈদ উপহার বিতরণ করেন। মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত ও বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিনের আয়োজনে বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈম।