ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গমবহনকারী ট্রাকের চাকা পামচার হয়ে গাছের সাথে চাপা পড়ে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বসন্তপুর নামেক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহত ট্রাকের ড্রাইভার হলেন, বগুড়া তিনমাথা রেলগেট এলাকার উৎপল (৪০) ও হেলপার বগুড়া গাবতলী এলাকার ছিকিন্দার গ্রামের মইদুল ইসলামের ছেলে রাকিব (৩০)।
জানা যায়, বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ দিক হতে ছেড়ে আসা গমবাহী একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্চিলো। পথি পথে ট্রাকের সামনের বাম চাকা পামচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামপাশে গাছের সাথে জোরে ধাক্কা দিয়ে আটকা পড়ে থাকে। স্থানীয়রা তা দেখে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের খবর দিলে তারা দ্রুত এসে উদ্ধার করে। ট্রাকের সামনের অংশ গাছের সাথে লেগে দমড়ে মুচড়ে যাওয়ায় তারা দুজনেই ট্রাকের ভেতরে আটকা পড়ে থাকে। পরে ফায়ার সার্ভিসেরকর্মীরা ড্রিল মেশিন দিয়ে কেটে তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসাপাতালে ভর্তি করায়।
গোদাগাড়ী মডেল থানার সেকেন্ড অফিসার গুলজার আলী জানান, ট্রাকের চাকা পামচার হয়ে সড়ক দুর্ঘটনা ঘটে ট্রাকটি গাছের সাথে লেগে দমড়ে মুচড়ে যায়। ট্রাকের ড্রাইভার আগে কোন রকম বের হয়ে যায় কিন্তু হেলাপর আটকা পড়ে গেলে তাকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো কারো মৃত্যু হয়নি। এই ঘটনায় সবকিছু আইনি প্রক্রিয়ায় সকল কাজ সম্পাদন করা হবে বলে তিনি জানান।