ধূমকেতু প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রমজান মাসকে কেন্দ্র করে সারা দেশে তাদের ইফতার ও ত্রাণ সামগ্রি বিতরণের কার্যক্রম চলমান রেখেছে। তার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর ছাত্রলীগও রমজান মাসে নগরীর অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও ত্রাণ বিতরণ করে।
বুধবার বিকাল ৫টায় নগরীর রেলগেট এলাকায় অসহায়ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুন মবিন সবুজ, সাবেক মহানগর ছাত্রলীগের সদস্য নাবিল হাসানসহ রাজশাহী মহানগর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, রমজান মাস ব্যাপি আমরা এই কার্যক্রম গুলো পরিচালনা করেছি এবং সামনের দিনেও এমন সমাজসেবা মূলক কাজ রাজশাহী মহানগর ছাত্রলীগ চালিয়ে যাবে। চলমান বৃষ্টির মধ্যে এই কাজ গুলো চালিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্রলীগ ঝড়, বৃষ্টি মধ্যেও তাদের সেবা বন্ধ করেনি এবং ভবিষ্যৎতেও করবে না। যে কোনো দূযোগে ছাত্রলীগ সবার আগে দেশের স্বার্থে কাজ করে যাবে বলে জানান তিনি।
সাধারণ সম্পাদক সিরাজুন মুবিন সবুজ বলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগ যে কোন অবস্থাতে দেশের অসহায়ও দরিদ্র মানুষের পাশে থাকবে এবং তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ যেভাবে সামাজিক সহযোগীতা মূলক কাজ করে যাচ্ছে তাতে সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো খুবই উপক্রিত হচ্ছে এজন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানান তিনি।