ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠন “সামাজিক কল্যাণ সংস্থা” ও জাতীয় তরুণ সংঘ উদ্যেগে প্রতিবন্ধী-বিধবা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে ৪ টার নগরীর বড়বোন গ্রাম এলাকায় “সামাজিক কল্যাণ সংস্থার” কার্যালয় ২০০ প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় তরুণ সংঘ রাজশাহী মহানগর সভাপতি জিয়াউর রহমান লিটন, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী, বিমান বন্দর স্কুল সহকারী শিক্ষক আমিরুল ইসলাম রেজা, আরিফুর ইসলাম আরিফ, শরিফুল ইসলাম চঞ্চল, রাব্বি,আমিনুল ইসলাম আকাশ, শাকিবসহ সংস্থাটির সদস্যরা।
সংস্থাটির নির্বাহী পরিচালক সম্রাট আলী ও জিয়াউর রহমান লিটন বলেন, পবিত্র রমজান মাস বিদায়ের পথে ঘরের দরজায় কড়া নাড়ছে ঈদ। এবারের ঈদটা করোনার কারণে প্রান্তিক জনগোষ্ঠী অসচ্ছল ও নিম্নবিত্তদের কাছে অনেকটা কষ্ট ও দূর্ভোগের। তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য সংগঠন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও করোনা সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।