ধূমকেতু প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুইডেন প্রবাসী বিএনপি নেতা মাসুদুল হক আফতাবীর আর্থিক ঈদ উপহার অসহায় নেতৃবৃন্দের মাঝে বিতরণ করা হয়।
এরা হলেন, রাজশাহীতে নয় (০৯), চাপাইনবাবগঞ্জ (০২) ও মেহেরপুরে (০১)টি পরিবার।
বুধবার বেলা ১২ টার দিকে তাদের বাসায় গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সহ-সভাপতি সানোয়ার হোসেন যাদু, রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন, সহ-দপ্তর সম্পাদক আলিফ হোসেন রাকিব, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী আজম রিজভী, তারেক পরিষদ বোয়ালিয়া থানার সহ-সভাপতি নূর ইসলামসহ নেতৃবৃন্দ।