ধূমকেতু প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টার্চাযের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্নাস ৩য় বর্ষের ছাত্রী ববিতাকে আর্থিক অনুদান প্রদান করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম মোটরসাইকেল যোগে শহর থেকে অদূরে মোহনপুর উপজেলায় গিয়ে ঢাবির সেই শিক্ষার্থীকে নিজ হাতে আর্থিক অনুদনা প্রদান করে ও ভবিষ্যৎতে সেই শিক্ষার্থীর যে কোন সমস্যায় রাজশাহী মহানগর ছাত্রলীগ পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।
এবিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি ধূমকেতু নিউজকে বলেন, গত বুধবার আনুমানিক রাত ১০টার সময় তাকে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম ফোন কলের মাধ্যমে জানায় যে ঢাবির অনার্স পড়–য়া এক ছাত্রী কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে কল করে তার দুরবস্থা সর্ম্পকে জানায় এবং সাথে সাথে এ বিষয়টি জানালে মহানগর ছাত্রলীগের সভাপতি বৃহস্পতিবার সকালে স্বশরিরে সেই শিক্ষার্থী সাথে দেখা করে আর্থিক অনুদান প্রদান করে এবং ভবিষ্যৎতে তার যাবতীয় সমস্যায় মহানগর ছাত্রলীগ পাশে থাকবে বলেও আশ্বাস দিয়ে আসেন।
উল্লেখ্য, এই মহানুভবতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে তা নিয়ে প্রশংসায় ভাসতে থাকে কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও রাজশাহী মহানগর ছাত্রলীগ এর সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।