ধূমকেতু প্রতিবেদক : বর্তমানে দেশজুড়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনাকালীন সময় থেকে উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সামাজিক সচেতনতা কর্মসূচীর সহ নি¤œ আয়ের জনসাধারনের মাঝে ত্রান সহায়তা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।
এর ধারাবাহিকতায় স্বাস্থ্য সচেতনতা কর্মসূচীর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রাপ্ত সহযোগিতায় গত মঙ্গলবার সংস্থার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটির পরিচালক আলী আকবর, লফস সংস্থার প্রাগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া, পিনাকল স্টাডি হোম এর সহকারী শিক্ষক চামেলী খাতুনও টুম্পা পাল।
অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শিশুদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেড়ানোর জন্য বলেন। এছাড়া তিনি মাস্ক পড়ার অভ্যাস গড়ে তুলতে বলেন ও নিয়মিত সাবান দিয়ে নিজে ও পরিবারকে হাত ধুতে উৎসাহিত করেন।