ধূমকেতু প্রতিবেদক : দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই আলোচনা শুরু হয়ে চলে দুুপর পর্যন্ত। সমাজের অনগ্রসর বিশেষত তৃতীয় লিঙ্গের সদস্যদের ধর্মীয় শিক্ষাগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষে আয়োজিত প্রকল্পের মাধ্যমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।
অত্র সংস্থার হল রুমে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রাহনুমা শারমিন সমাপ্তি ও প্রোগ্রাম ফ্যাসিলিটেটর রায়হানুল হকসহ নগরীর বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
উপস্থিত মথুরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক তোফাজ্জল হোসেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ধর্মীয় শিক্ষা গ্রহণের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রæত বাস্তবায়ন করার পরামর্শ দেন।
বিনোদপুর জামে মসজিদের ইমাম সাইদুল ইসলাম বলেন, ইসলামী শরীয়তে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। এতে নারী পুরুষ কিংবা হিজড়ার মধ্যে কোন ভেদাভেদ নেই। আল্লাহর হুকুম ও শরীয়ত মেনে চললে সমাজে হিজড়াদের সামাজিক অবস্থান এত পিছিয়ে থাকবে না। একজন মুফতি কিংবা দক্ষ আলেম নির্ধারণ করে ধর্মীয় ক্লাস শুরু করার পরামর্শ দেন তিনি। সেইসাথে অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দও একই পরামর্শ দেন তাদের।
সভাপতি ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের তৃতীয় লিঙ্গ নিয়ে ভাবা এবং তাদের ধর্মীয় শিক্ষা প্রদান করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করায় ধন্যবাদ জানান। সেইসাথে হিজড়া জনগোষ্ঠীর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।