ধূমকেতু প্রতিবেদক : করোনা জয় করে রাজশাহী ফিরেছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্টপোষক আজিজুল আলম বেন্টু। বৃহস্পতিবার বিকেলে তিনি উড়োজাহাজে রাজশাহী শাহমখদুম বিমানবন্দনে পৌঁছান। সেখানে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
করোনা আক্রান্ত হয়ে আজিজুল আলম বেন্টু ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ওই হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। এর দুইদিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে ছিলেন।
গত ২৬ আগস্ট আজিজুল আলম বেন্টু ঢাকায় যান। সেখানে গিয়ে জ্বর আসলে তিনি ৩০ আগস্ট করোনা পরীক্ষা করেন। এতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর একদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে থেকেই তিনি চিকিৎসা নেন।
মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম থেকে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন আজিজুল আলম বেন্টু। লকডাউনে কর্মহীনসহ সমাজের অসহায় মানুষ এবং করোনা আক্রান্তদের পাশে দাঁড়ান তিনি। নিজে বাড়ি বাড়ি গিয়ে তাদের খাদ্য ও আর্থিক সহযোগিতা দেন। লকডাউনের পরও তিনি অসহায় মানুষের সহযোগিতা দেয়া অব্যাহত রাখেন।