ধূমকেতু প্রতিবেদক : মঞ্চ কথা থিয়েটারের সহ সাধারণ সম্পাদক নাট্যকার হাসান আবাবিলের পিতা নুরুল আহসান ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহ… রাজিউন)। গত বৃহস্পতিবার রাত দশটার দিকে তার নিজ বাসা লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় মৃত্যু বরণ করেন।
তাঁর জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা মহিষ বাথান সংলগ্ন ঈদ গাহে অনুষ্ঠিত হয়। পরে মহিষ বাথান গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মঞ্চ কথা থিয়েটারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন থিয়েটারের সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক ফজলুল বারী রনি, নাট্যজন্ নান্নু মাহমুদ, দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, নাট্যশিল্পী মাসুদ রানা, মাহফুজা সরকার নাজমা, শংকর কুমার ধর, নাসিম, ফরিদ ফয়সাল, জিলানি, রাকিব প্রমূখ।