ধূমকেতু প্রতিবেদক : নগরীতে চোরাইগরু সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় হরিপুর দরগাপাড়া মোড়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মেহেরচন্ডী বুধপাড়া গ্রামের মোখছেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মৃত কচির মেয়ে আরজুনা বেগম (৪০) এবং মৃত আয়েন সরকারের মেয়ে রেনুকা বেগম (৩৮)।
বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে- বুধবার সন্ধ্যায় দামকুড়া থানা পুলিশের একটি টিম হরিপুর দরগাপাড়া মোড়ে বিশেষ চেকপোষ্ট ডিউটি করছিলো। এসময় গোদাগাড়ী থেকে রাজশাহী অভিমূখে দুই নারীসহ এক ব্যক্তি ১টি গরু নিয়ে চেকপোস্ট অতিক্রম করার সময় কর্তব্যরত পুলিশের চোরাই গরু হিসেবে সন্দেহ হলে তাদেরকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে গরুর বিষয়ে তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারে না। একেক জন একেক ধরণের কথা বলে যার ফলে সন্দেহ আরো বেড়ে যায়। গরু চুরির বিষয়টি দামকুড়া থানার ওসি বিয়ষটি গোদাগাড়ী থানার ওসিকে জানান।
গোদাগাড়ী থানা পুলিশ মাসুম আলী নামের এক ব্যক্তি উদ্ধারকৃত গরুর মালিককানা দাবি করে। পরবর্তীতে উদ্ধারকৃত গরু ও গ্রেপ্তারকৃত আসামীদের গোদাগাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।