ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ এএইচএম কামরুজ্জামান হেনা কবরে শ্রদ্ধা নিবেদন করলেন জেলা আওয়ামী লীগের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার। বৃস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় লক্ষীপুর মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছেন ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। সেখানে নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত শেষে দলীয় কার্যালয়ের সাথে অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতৃবৃন্দের সাথে নিয়ে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার কবর জিয়ারত করেন তিনি।
অনিল কুমার সরকারের সঙ্গে ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মানজাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা এ্যাড. জমসেদ আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাফুজুর রহমান লোটন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুুর রহমান সজল, সদস্য জাহেদুর রহিম মিঠু, চেয়ারম্যান আজাহারুল হক, আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, আব্দুল হাকিম প্রামানিক, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি জেসমিন আরা, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদী, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য অহিদুল ইসলাম, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর প্রমুখ।
এসময় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রষ্পস্তবক অর্পণ করেন অনিল কুমার সরকার।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মেরাজ উদ্দীন মোল্লার মৃত্যু জনিত কারনে অভিভাবক শূণ্য হয়ে পড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগ। সভাপতির মৃত্যু জনিত কারনে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের গঠনন্ত্রের বিধি মোতাবেক সিনিয়র সহ-সভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অনিল কুমার সরকারকে রাজশাহী জেলা আওয়ামী লীগের দায়িত্বভার প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক অনিল কুমার সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি (২ জুন) ভারপ্রাপ্ত সভাপতি বরাবরে প্রেরণ করা হয়েছে।
অনিল কুমার সরকার বাগমারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।