ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর উপকন্ঠ হরিপুরে বৃহস্পতিবার একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে দুইভাইসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন, কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শান্তির মোড় এলাকার মনিরুলের পুত্র ও ট্রাকটি চালক মিজানুর রহমান (২৭) ও তার ভাই মিরাজুর রহমান।
জানা গেছে, গোদাগাড়ীতে বালি আনতে লেবারসহ যাচ্ছিলেন মিজানুর রহমান। হরিপুর মোড়ের কাছে ট্রাকটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৪ জন আহত হন। আহতদের মধ্যে ট্রাকের চালক মিজানুর রহমান ট্রাকের মধ্যে আটকা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী জেলার উপসহকারী পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের কিছু অংশ কেটে মিজানুর রহমানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।