ধূমকেতু প্রতিবেদক : প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পবা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার শিমুল আকতার।
অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তর পরিচালক উত্তম কুমার দাস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. ইসমাইল হক, রাবি শিক্ষক ড. আফিয়া খাতুন, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।
অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন শুভ ডেইরি ফার্ম’র খামারী দেওয়ান সাদেক আলী। প্রদর্শনী মেলায় চার লাখ মূল্যের ষাঁড়’র জন্য মালিক আতাউর রহমানকে ‘এ’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া হাসান, বাংলাদেশ লাইভস্টোক সোসাইটির সাংগঠনিক সম্পাদক সেলিনা বেগমসহ উপজেলার খামারিরা। উপজেলার প্রাণি সম্পদ খামারিদের অংশগ্রহণে উক্ত আয়োজনে উন্নয়ন ও অগ্রগতির প্রচারণা স্টলসহ বিভিন্ন প্রাণি ও প্রাণীজ উপকরণ প্রদর্শন করা হয়। এ প্রদর্শনে ৩০টি স্টল রয়েছে। অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।