ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী’র সাহেব বাজারসহ গুরুত্বপূর্ণ জনবহুল পাঁচটি স্থানে ফ্রি ভ্রাম্যমাণ করোনা টেস্ট শুরু করেছে রাজশাহী সিভিল সার্জন।
রোববার (৬ মে) ১০ টার দিকে নগরীর সাহেব বাজারসহ হড়গ্রাম বাজার, সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় ও তালাইমারী এলাকায় এক হাজার ২০০ টি ফ্রি টেস্ট করা হয়।
ফ্রি ভ্রাম্যমাণ করোনা টেস্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এরপর তিনি নগরীর হড়গ্রাম বাজার, সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় ও তালাইমারী স্পটসমূহ পরিদর্শন করেন।
পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, আমরা ফ্রি ক্যাম্পেইন করছি। এর মাধ্যমে জানতে পারবো নতুন করে রাজশাহীতে করোনার ভেরিয়েন্ট কতটুকু আছে। সারা বাংলাদেশ রাজশাহীকে নিয়ে আতঙ্কিত। নগরীর পাঁচটি পয়েন্টে টেস্ট করা হচ্ছে, সকলকে আহবান জানাচ্ছি টেস্ট করার জন্য। আজ টেস্টের বেশিরভাগ নেগেটিভ এসেছে। আমরা আশাবাদী জনগণ স্বাস্থ্যবিধি মানলে আমরা করোনা প্রতিরোধ করেত পারবো।
সিভিল সার্জন কাউয়ুম তালুকদার জানান, আমাদের পাঁচটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে করোনার টেস্ট করছে। সকল পয়েন্টে মোট এক হাজার ২০০ টেস্ট করা যাবে। রাজশাহীতে কি পরিমাণ সংক্রমণ আছে সেটাই দেখাতে এই কার্যক্রম করছি। সাধারণ মানুষের মাঝে সংক্রমণ কতটা ছড়িয়ে গেছে তার বিষয়ে আমরা ধারণা পাবো।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মূলত জনসাধারণের মাঝে এই করোনা টেস্ট করে তার রির্পোট দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে রাজশাহীর লকডাউনের বিষয়ে।
এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী সিভিল সার্জন ডাঃ কাইয়ুম তালুকার, ও রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলামসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্তকর্তাবৃন্দ।
উল্লেখ্য, রাজশাহীর চারটি স্থানে স্বাস্থ্য টিম ও আরএমপি’র পুলিশ সদস্যরদের নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জনসাধারণের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
এ কার্যক্রম দুপুর ২ টা পর্যন্ত চলবে এবং অন্তত ২০০ জনের পরীক্ষা করা হবে।