ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়ারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৫ জুন) বিকাল সোয়া ৪ টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, হায়দার আলী (৪৫), হোসেন (৪০), জিনারুল (৪৮) ও আব্দুস সালাম (৩৩)।
পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশনা মোতাবেক রাজশাহীকে অপরাধ মুক্ত করার লক্ষে শনিবার ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।