ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার দুপুরে পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতি ও কাজের মানসহ সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র। এরপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পাশের বিভিন্ন রাস্তার উন্নয়নে এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তা পরিদর্শন করেন মেয়র।
এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সদস্য মহসিন রাজা, সদস্য ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের (পূর্ব) সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হাসান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।