ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম (৪৫) রহস্যজনক নিখোঁজের দুইদিন পর উদ্ধার হয়েছেন। তিনি ভালুকগাছি ইউনিয়নের দমদমা গ্রামের আব্দুল আলিম এর ছেলে ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গত মঙ্গলবার (২২ জুন) দুপুরে তিনি বাড়ি থেকে পুঠিয়া সদর এলাকায় আসার পথে নিখোঁজ বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম জুম্মা বলেন, তৌহিদ মাষ্টারের নিখোঁজের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার দিন দুপুরে আমার ছোট ভাইকে সাথে নিয়ে ব্যাক্তিগত কাজে পুঠিয়া সদরের দিকে যাওয়ার কথা। কিন্তু তিনি আমার ভাইকে সাথে না নিয়ে একাই চলে গেছেন। এরপর সন্ধ্যার দিকে লোকমূখে শুনেছি তিনি নিখোঁজ আছেন। তার মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই শহিদুল ইসলাম বুধবার (২৩ জুন) থানায় একটি জিডি করেন। ওই রাতেই তার বাড়ির নিকট রাস্তার পাশে পাওয়া যায়।
এ বিষয়ে তৌহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী নাদিরা বেগমের সাথে কথা হয়। তিনি বলেন, মঙ্গলবার দুপরের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। কোথাও তার সন্ধান না পেয়ে ঘটনার পরের দিন বুধবার থানায় জিডি করা হয়। এরপর বুধবার রাত ১০ টার পর নিয়ে দুইটি মোটসাইকেল বাড়ির কাছাকাছি এসে তৌহিদুল ইসলামকে রাস্তার মোড়ে ফেলে রেখে চলে যায়। সেখান থেকে তিনি আমার নম্বরে ফোন দেন।
তিনি বলেন, ওই মুহুর্তে তার একা বাড়ি আসার মত অবস্থা নেই। পরে আমাদের বাড়ির লোকজন গিয়ে তাকে নিয়ে আসি। সে সময় তার কাপুড়ে ময়লা মাটিযুক্ত ছিল। বর্তমানে তিনি কারো সাথে কথা বলার মত পরিস্থিতি নেই। কি ভাবে তাকে তুলে নিয়ে গেছেন বা ফেরৎ দিয়ে গেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে কিছুই বলতে চাই না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তৌহিদুল ইসলাম নিখোঁজ বলে তার ছোট ভাই থানায় জিডি করেছেন। পুলিশ প্রযুক্তির মাধ্যমে নওগাঁ জেলার মান্দা উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়ন এলাকায় তার ফোন নম্বর সনাক্ত করেন। এরপর সেখানে তাকে একাই পাওয়া যায়। তবে কি কারণে বা কিভাবে তিনি সেখানে গিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।