ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
শনিবার (২৬ জুন) রাত সাড়ে বারোটার দিকে গোদাগাড়ী উপজেলার ০৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর এলাকার জনৈক হাসিবুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযানটি পরিচালনা করে ১০কেজি গাঁজাসহ পিরিজপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আজিজুল (৪৩) ও একই এলাকার মৃত মারতাজের ছেলে কালু শেখ (৩২) কে ১০ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড ও নগদ সাত হাজার টাকা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের একটি সূত্র।
ঘটনার বিবরণে প্রকাশ, র্যাব-৫, রাজশাহী দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেপ্তার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে।
উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি নিয়মিত মামলা করা রয়েছে বলে জানান তারা।