ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে রাজশাহী মহানগরীর কর্মহীন রিক্সা-ভ্যান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শিরোইল কাঁচা বাজার সংলগ্ন পূবালী মার্কেটের ২য় তলায় রাজশাহী মহানগর রিক্সা-ভ্যান শ্রমিক লীগ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে রিক্সা-ভ্যান শ্রমিকলীগের সদস্যদের হতে তুলে দেন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, সদস্য তোজাম্মেল হক বাবলু, ইসমাইল হোসেন, নগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাবাতুল্লাহ, নগর শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ওয়াশা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী, রাজশাহী মহানগর রিক্সা-ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত প্রমূখ।