ধূমকেতু প্রতিবেদক : পবা উপজেলার নওহাটা বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শনিবার দিনব্যাপি বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
এদিন বিকালে নওহাটা বাজার কমিটির কার্যালয়ে এসব সিসি ক্যামেরা চালুর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নওহাটা বাজার কমিটির কাছে এর নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের পক্ষে সদস্য মো. আব্দুস সালাম, মোফাজ্জল হোসেন, শিউলি রানী সাহা ও উপসহাকরি প্রকৌশলী আলেফ আলী এবং বাজার কমিটির পক্ষে সভাপতি হাতেম আলী, সহসভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, কোষাধ্যক্ষ সাজাহান আলী, সদস্য আয়নাল হক, আব্দুল কাদের প্রমূখ।