ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে করোনা আক্রান্ত হয়ে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হুমায়ন কবীর (৩২) মারা গেছেন। হুমায়ন দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র। তিনি এবারের দুর্গাপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নিয়ে ভোটে অংশ নিয়ে ছিলেন।
রোববার বেলা ১১টার সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পপর্যবেক্ষণকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ছোটভাই কাদেরী কিবরিয়া।
তিনি বলেন, গত ২০জুন হঠাৎ বড়ভাই হুমায়ন কবীরের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে করোনা পরীক্ষার রিপোর্ট তাঁর পজিটিভ আসে। তাঁরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে তাঁর শারিরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার সে মারা যায়।