ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিনোদপুর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টায় ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হয়।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খাদ্য সমাগ্রী বিতরণ করেন, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু।
তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনার ২য় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে শ্রমজীবী ও গরীব পরিবার গুলো আজ অসহায় হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন নিরন্ন না থাকে, তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাড়িতে এই সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, নগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন তেঁতু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আকরাম হোসেন। এর আগে নগরীর ফুলতলা এলাকায় রাজশাহী দর্জি শ্রমিক ইউনিয়নের আয়োজনে দর্জি সম্প্রদায়ের মানেুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।