ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালাচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৩২তম সভা মঙ্গলবার (২৯ জুন) দুপুর আড়াই টার দিকে আরম্ভ হয়।
জুম ক্লাউড সফ্টওয়ারের মাধ্যমে ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন, অত্র একাডেমির সভাপতি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।
সভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব অজিদ কুমার দেবনাথ ও উপসচিব জহুরা খাতুন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আসিস কুমার সাহা এবং একাডেমির উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী।
আরো অংশগ্রহণ করেন, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, কামিল্লা বিশ্বাস ও কলেস্তিনা হাঁসদা, একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
সভায় অত্র একাডেমির বিভিন্ন কার্যক্রম এবং চলমান কর্মসূচী ও আগামীতে করণীয় কি সে বিষয়ে আলোচনা হয়।