ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এক কেজি গাঁজাসহ রকি ইসরাইল (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত রকি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দেউপাড়া ইউনিয়নের পশ্চিম চকপাড়া গ্রামের বানী ইসরাইলের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (২ জুলাই) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান ও এসআই মাহফুজুর রহমানের সমন্বয়ে একটি বিশেষ টিম বিকেল সোয়া ৪ টার দিকে আসামী রকি ইসরাইলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থেকে ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।