ধূমকেতু প্রতিবেদক : বেঙ্গল কোল্ড স্টোর ও ফার্নিচারের স্বত্বাধিকারী সাইদুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহীর সহ সভাপতি বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. আব্দুল খালেক বিশ্বাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমদের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, মহানগরীর রানীবাজার নিবাসী সাইদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা সিএমএইচ এ এবং নগরীর নওদাপাড়া সুফিনগর নিবাসী ডাঃ আব্দুল খালেক বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।