ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বৈশ্বয়িক সংক্রমণ জনিত দূর্যোগকালীন সময়ে আনুষ্ঠানিকতা ছাড়াই ধর্মীয় নিয়ম মেনে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট শ্রী শ্রী গোপীনাথ ও ল²ীনারায়ন দেব বিগ্রহ (হুনুমানজিউর আখড়া) মন্দির এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রী শ্রী গোপীনাথ ও ল²ীনারায়ন দেব বিগ্রহ (হুনুমানজিউর আখড়া) মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।
সার্বিক পরিচালনায় ছিলেন, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অলোক কুমার দাস ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরত সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট পূর্ণীমা ভট্টাচার্য্য, জাতীয় পূজা উদযাপন পরিষদের সদস্য কাত্তীক চন্দ্র হালদার বিশ্বজিৎ সাহা, বরুণা শীল, সোমা ভৌমিক, ছন্দা দাস প্রমূখ।