ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ০২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-৫।
সোমবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস শাকিবের নেতৃত্বে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ০২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। এসময় ট্রাকে থাকা ০১ টি মোবাইল, ০১ টি সীমকার্ড, ০১ টি মেমোরিকার্ড, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০১ সেট গাড়ীর কাগজপত্র ও ০৪ টি ভ্রমণ ব্যাগ জব্দ করা হয়। পলাতক আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।