ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী থেকে প্রকাশি দৈনিক নতুন প্রভাত পত্রিকার কম্পিউটার অপারেটর সেলিম রেজার বাবা সৈয়দ আব্দুল মালেক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২বছর।
শনিবার বিকেল তিনটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি নগরীর ষষ্টিতলা এলাকার বাসিন্দা ছিলেন। এরআগে গত বৃহস্পতিবার শ্বাস কষ্ট দেখা দিলে বিকেলে তাকে রামেক হাসপাতালের ২২নং ওয়ার্ডে ভর্তি করা হয়। একই সাথে করোনার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২২নং ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, এক মেয়েসহ অসংখ্যগুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা নগরীর ষষ্টিতলা জামে মসজিদে যানাজা শেষে হেতমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, দৈনিক নতুন প্রভাত পত্রিকার কম্পিউটার অপারেটর সেলিম রেজার বাবা সৈয়দ আব্দুল মালেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নতুন প্রভাত পরিবার। শোক বার্তায় দৈনিক নতুন প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, মফস্বল বার্তা সম্পাদক ওমর ফারুক, চিফ রিপোর্টার হাবিব আহমেদ, ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েল, কম্পিউটার ইনচার্জ ফায়সাল মোহাম্মদ শিশির, পেষ্টিং ইনচার্জ মাসুদ রানা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।