ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী মধ্যপাড়া নিবাসি ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েলের পিতা সাবেক কাউন্সিলর নুর মোহম্মদ মোল্লা ফকিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ, ২৬ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর নুর মোহম্মদ মোল্লা ফকির বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।