ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় অভিনব কায়দায় ভ্যান চুরিকালে জনতার হাতে ধরা পড়লো চোর। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবানীগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ডের নিকট রাখা একটি ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা মিনু (৩৭)। তার বাড়ি নরদাশ ইউনিয়নের সুজনপালশা গ্রামে। মিনুর পিতার নাম আব্দুল কাফী।
সে দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন ভবানীগঞ্জ বাজার থেকে ভ্যান চুরি করে আসছিল। এর আগেও বেশ কয়েকদিন সিএনজি স্ট্যান্ডে এসে ঘোরাঘুরি করেছে। সে সময়ে ভ্যান চুরি করতে পারেনি।
এদিকে ভ্যান রেখে ভ্যানচালক পাশেই অবস্থান করছিলেন। সেই সুযোগে মিনু ভ্যানটি চুরির চেষ্টা করে। সে সময় ভ্যানচালক চলে আসায় চুরি করতে পারেনি। ভ্যানচালককে দেখি পালিয়ে যাওয়ার চেষ্টা করে মিনু।
ভ্যানচালক চোর চোর করে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে চোরকে ধরে ফেলে। পরে ভ্যান চোর মিনুকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন।
এসময় পুলিশে খবর দেয়া হয়। বাগমারা থানার এএসআই সনজিব বিশ্বাস দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় এবং চোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় বাগমারা থানায় একটি চুরির মামলা হতে পারে বলে পুলিশ জানিয়েছেন।