ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে সাব-রেজিষ্ট্রে অফিস কার্যালয়ে জনসমগম এলাকায় জনসম্মুখে নিষেধ্য সিগারেট ধুমপান করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে চারঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরার নেতৃত্বে ও মডেল থানা পুলিশ সহযোগিতায় ভ্রাম্যমাণ পরিচালনা করে সাব-রেজিষ্ট্রে চলাকালীন সময় ধুমপান করার অপরাধে এই অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে আটক করে থানা পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা জনসম্মুখে হাজির করা হলে তাদের অপরাধ স্বীকার করেন। আটককৃত ৫জন নবাব আলী, মাহাবুর রশীদ, আব্দুল কাদের, মামুনুর রশীদ ও আব্দুল হাকিমকে ধুমপান করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিকে প্রত্যেককে ৩শত করে ১ হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট্রট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা।