ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের ইপিআই টিম লিডার (স্বাস্থ্য সহকারী) মহিষবাথান নিবাসী জিয়াউল করিম এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রহমানের মাতা হাসিনা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুম জিয়াউল করিম ও মরহুমা হাসিনা বেগমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাসিকের স্বাস্থকর্মী জিয়াউল করিম। অন্যদিকে ব্যবসায়ী বজলুর রহমানের মাতা হাসিনা বেগম তার নিজ বাসভবনে সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।